বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনা অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানার সন্ধান, কারখানা সিলগালা : ৫ লক্ষ টাকা জরিমানা



পাবনা প্রতিনিধিঃ

পাবনা  শহরের আফুরিয়া ফাস্ট ফ্রুটস ইন্ডাস্ট্রির প্রাঃ লিমিটেডে অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানার সন্ধান পেয়েছেন ডিবি পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, এসএস পাউডার ও সিরাপ তৈরীর উপকরণ জব্দ করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক(ওসি) আব্দুল হান্নান জানান, শহরের আফুরিয়া মৃত নিজাম উদ্দিন ওরফে তায়েম উদ্দিনের ছেলে মোঃ আব্দুল রাজ্জাক (৪৫) দীর্ঘদিন ধরে কারখানা স্থাপন করে অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরী করছিলেন। এসব অবৈধ যৌন উত্তেজক সিরাপ পাবনা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান এর নির্দেশে ডিবি পুলিশের একটি টিম বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আব্দুল রাজ্জাক এর ওই কারখানায় অভিযান চালায়। এসময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, এসএস পাউডার, সিরাপ তৈরীর উপকরণ জব্দ এবং কারখানা মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া  ভ্রাম্যমান আদালত কারখানাটি সিলগালা করে দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট  খন্দকার মাহামুদুর হাসান ।

অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জেলা পুলিশের উদ্যোগে শহরকে সব ধরণের মাদক, অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার কর্মসুচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

Post a Comment

0 Comments