বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে - এমপি প্রিন্স



নিজস্ব প্রতিনিধিঃ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবনা জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ শে ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স। 

গোলাম ফারুক প্রিন্স বলেন, একটি মহল ভাষা আন্দোলনে জাতির পিতা শেখ মুজিবের অবদান কে আজীবন আড়াল করার চেষ্টা করেছে৷ ১৯৫২ এর ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু জেলে ছিলেন। তিনি জেলে থাকাবস্থায় তমুদ্দিন মজলিস ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর কর্মীরা নিয়মিত জেলগেটে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাত করে তার পরামর্শ নিতেন। এভাবে বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। অথচ একটি মহল আজীবন চেষ্টা করেছে তার অবদানকে অস্বীকার করে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে তার অবদান মুছে ফেলতে। 

তিনি আরোও বলেন, আমাদের কে প্রমিত বাংলা ও শুদ্ধ বাংলা চর্চা শিখতে হবে এজন্য ভাষা সম্পর্কে পড়াশোনার বিকল্প নেই। আমাদের বাংলা ভাষায় এখন অনেক বিদেশী শব্দ মিশে গেছে। আমরা প্রতিনিয়ন জেনে বুঝে অথবা নিজের অজান্তে বিভিন্ন ভাষার সংমিশ্রনে কথা বলছি। আমাদের কে এর প্রতিকার করতে হবে।  শুদ্ধ বাংলা চর্চা করতে হবে। 

জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়ের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন (পাবনা-সিরাজগঞ্জ) আসনের সংরক্ষিত নারী সাংসদ নাদিরা ইয়াসমিন জলি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিঃরুহুল আমিন, যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, শেখ শাকিরুল ইসলাম রনি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ শাহা, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক এড.আরেফা খানম শেফালী, পৌর যুব মহিলালীগের সভাপতি সাদিয়া আফরিন কথা।


Post a Comment

0 Comments