বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

চাটমোহর প্রিমিয়ার লীগ ( সিপিএল) এর নিলাম অনুষ্ঠিত




স্পোর্টস ডেস্কঃ 
আগামী মাসে পাবনার চাটমোহরে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ত্রিদলীয় চাটমোহর প্রিমিয়ার লিগ (সিপিএল)। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল লিগে অংশ নিতে যাওয়া তিনটি দলের খেলোয়াড়দের নিলাম। উপজেলা পর্যায়ে এটাই প্রথম কোনো লিগে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হলো।

চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল দশটায় চাটমোহর ডায়মন্ড ফুড কর্নার এন্ড কমিউনিটি সেন্টারে অনাড়ম্বর অনুষ্ঠানে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে লটারির মাধ্যমে তিনজন আইকন প্লেয়ারকে বাছাই করে নেন তিন দলের কোচ ও ম্যানেজার। তাদের মধ্যে চাটমোহর ওয়ারিয়রস-এ রাসেল শেখ, চাটমোহর ফাইটার-এ মোবারক হোসেন এবং চাটমোহর রাইডার্স-এ সজিব কুমার দাসকে অন্তর্ভূক্ত করা হয়। পরে এ প্লাস, এ, বি ও সি ক্যাটাগরির অন্তর্ভূক্ত ৪৬ জন খেলোয়াড়কে লটারির মাধ্যমে ডেকে নেয় দল তিনটি।

চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, গত ২৫ আগস্ট ত্রিদলীয় ক্রিকেট টুর্নামেন্টের নিবন্ধন ফরম বিতরণ শুরু হয়। ৩১ আগস্ট পর্যন্ত লিগে অংশ নিতে রেজিস্ট্রেশন ফরম পূরণ করেন ৬১ জন ক্রিকেটার। তার মধ্য থেকে সর্বমোট ৪৯ জন ক্রিকেটারকে নিলামের জন্য বাছাই করে চাটমোহর ক্রিকেট একাডেমি। তিন দলে তিনজন অভিজ্ঞ কোচও নিয়োগ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments