নিজস্ব প্রতিনিধি:
পাবনায় আশংকাজনকভাবে বেড়েছে জুয়া ও মাদক সেবনের মত সামাজিক ব্যাধি।
সন্ধ্যা হলেই জেলার বিভিন্ন চায়ের দোকানে ক্যারাম, লুডু ও কড়ি খেলার নামে বসছে জমজমাট এসব জুয়ার আসর। প্রকাশ্যেই এমন রমরমা জুয়ার আসর জনমনে আশংকার সৃষ্টি করেছে।
একসময় গ্রামের মানুষজন ক্যারাম তাস, লুডু, দাবা কিংবা কড়ি খেলাকে বিনোদনের মাধ্যম হিসেবে খেলে থাকলেও বর্তমানে এসকল খেলাকে জুয়ার মাধ্যম হিসেবেই ব্যবহার করছে অসাধু জুয়ারীরা।
পাবনার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সন্ধ্যা হলেই চায়ের দোকানগুলোতে জড়ো হয়ে মোবাইল ফোনে লুডু অ্যাপস ও অনলাইন ক্যাসিনোর মত বেটিং অ্যাপস ব্যবহার করে এসব জুয়ার আসর বসাচ্ছে জুয়ারিরা। প্রকাশ্যেই চলছে এমন সব জুয়ার আসর। আবার এ সকল জুয়ার আসরকে ঘিরেই চলছে মাদক সেবনের মত ঘটনা।
মাদক ও জুয়ার অর্থ জোগান দিতেই বেড়েছে পারিবারিক অশান্তি। এছাড়াও সম্প্রতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশংকাজনক ভাবে বেড়েছে। জুয়া খেলা ও মাদক সেবনের অর্থ যোগান দেয়ার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটছে বলেই মনে করেন অনেকে।
সামাজিক এই অবক্ষয় রুখতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও সমাজের বিশিষ্ঠজনেরা।
0 Comments