বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পদত্যাগের খবর; যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম



বার্তাকক্ষ:

নতুন রাজনৈতিক দল গঠন ও উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 

তিনি বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয়নি। এ রকম কিছু হলে আমরা নিজেরাই বলব।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারে থেকে কোনো রাজনৈতিক দল গঠন বা রাজনৈতিক দলে থাকব না।

দেশের একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে চাউর হয়, “আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে নতুন দল গঠন করছেন শিক্ষার্থীরা। ওই দলের সদস্যসচিব হতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

রাজনৈতিক দলে যুক্ত হতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে।


পদত্যাগসংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘পত্রিকায় আসলে কোন উৎস থেকে বলা হয়েছে তা পরিষ্কার করেননি।


তিনি আরো বলেন, ‘রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে, সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনো হয়নি।


আওয়ামী লীগের রাজনীতির সুযোগ থাকা উচিত না মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন।

Post a Comment

0 Comments