||পাঞ্জাব বিশ্বাস||
এক মন নতুন ধানের চাউল হয় ২৮ কেজি সর্বনিম্ন। এক মন ধানের বর্তমান বাজারমূল্য সর্বোচ্চ ৬০০ টাকা। ক্রয় থেকে সিদ্ধ এবং বাজারজাত পর্যন্ত খরচ ধরি আরো ১০০ টাকা। তাহলে ২৮ কেজি চালের উৎপাদন খরচ পড়ে ৭০০ টাকা সর্বোচ্চ।
সেই হিসেবে প্রতি কেজি চাউলের দাম পড়ে ২৫ টাকা। এখানে যদি সর্বোচ্চ লাভ নিয়ে ব্যবসা করেন তাহলেও এই চালের বাজারমূল্য ২৬/২৭ টাকার বেশি হওয়ার কথা নয়। তাহলে চালের কেজি ৬০ টাকা হয় কিভাবে? দেশটা কি মগের মুল্লুক, যার যা খুশী যেমন খুশি করবেন?
আমার এলাকায় মাঠে একজন কৃষক ৬০ থেকে ৮০ টাকা মন ঢেঁরস এর দাম পাচ্ছে। কৃষক সর্বশান্ত হয়ে গেলো। সেই ঢেঁড়স ভোক্তা খাচ্ছে ৩০ টাকা কেজি।
তাহলে স্পষ্ট যে, উৎপাদনকারী এবং ভোক্তা উভয়ই শোষিত হচ্ছে ব্যাবসায়ী শ্রেণীর কাছে। এরা সরকারের ভাবমূর্তিকেও খাচ্ছে গোগ্রাসে। এটা প্রতিরোধের ব্যবস্থা নিন তাছাড়া কৃষক বাঁচবেনা। কৃষক না বাঁচলে বাঁচবেনা দেশ, বাঁচবেনা চলমান অগ্রগতির প্রাণ।
এসবই কি প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব? তাহলে মন্ত্রী আমলা আছেন কেনো? এঁদের কাজ কি?
লেখক: সাবেক এমপি, পাবনা-৪
উপদেষ্টা পাবনা জেলা আওয়ামীলীগ।
কবি, সাহিত্যিক, কলামিষ্ট।
0 Comments