বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনার সাঁথিয়ায় তিন বছরের শিশু বলাৎকার; অভিযুক্ত যুবক আটক


সাঁথিয়া প্রতিনিধিঃ 
পাবনা জেলার সাঁথিয়ায় উপজেলায় এক বখাটে কর্তৃক সাড়ে তিন বছরের শিশু বলাৎকারের শিকার হয়েছে।

এ ঘটনায় বখাটে শিপন(১৬)কে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

আটককৃত শিপন উপজেলার নন্দনপুর ইউনিয়নের দাড়ামুদা গ্রামে আবুলের ছেলে। শিশুটি হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছে।

জানা যায়, অত্র গ্রামের আনিসের ছেলে সাড়ে তিন বছর বয়সের জিহাদকে বাড়ীতে একা পেয়ে প্রতিবেশী আবুলের ছেলে বখাটে শিপন (১৬) প্রলোভন দিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে বলৎকার করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে মা আঞ্জুয়ারা খাতুন রিয়াকে বলে। রিয়া প্রতিবেশীদের সহায়তায় জিহাদকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে।

সাঁথিয়া হাসপাতালের চিকিৎসক ডাঃ আতিক জানান, শিশুটির পায়ুপথে রক্তাক্ত জখম হয়েছে, উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লা সাংবাদিকদের বলেন, অমানুষের অমানবিক কাজের সুষ্ঠ বিচার করতে হবে। এটা শাস্তিযোগ্য অপরাধ।

ঘটনার সত্যতা স্বীকার করে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, সংবাদ পেয়ে বখাটে শিপনকে আটক করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments