বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

ঈশ্বরদীতে ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ২৭ কিলোমিটার রেলপথ


ঈশ্বরদী প্রতিনিধিঃ
দীর্ঘ দুই যুগ পর আবার চালু হতে যাচ্ছে পাবনার ঈশ্বরদী-পাকশী ট্রেন চলাচল।
পাকশীর রূপপুরে নবনির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের  ভারী মালামাল, যন্ত্রাংশ ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য ৩০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ২৭ কিলোমিটারের এই  রেলপথ নির্মিত হচ্ছে।


রেলওয়ে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় প্রকৌশলী আঃরহিম জানান, ব্রিটিশ আমলের পরিত্যক্ত লাইন সরিয়ে রূপপুর প্রকল্পের জন্য সরকার নতুন করে এই রেললাইন তৈরি করছে।
ভারতের জিপিটি ও বাংলাদেশের এসআইএল ও সিসিসিএল কোম্পানির তত্ত্বাবধানে ৩০০ কোটি টাকা ব্যয়ে এ রেললাইন নির্মিত হবে। 
২০২০ সালের জানুয়ারি মাসেই এ নতুন লাইন চালু হবে।
দীর্ঘদিন পর আবার পাকশী-ঈশ্বরদী রেললাইন চালু হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে বেশ আনন্দ লক্ষ্য করা গেছে।
ইতিমধ্যে রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্মাণ কাজ পরিদর্শন করে গেছেন। 


Post a Comment

0 Comments