ঈশ্বরদী প্রতিনিধিঃ
সদ্য প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর ৩য় পুত্র সাকিবুর রহমান শরীফ কনক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আরটিপিসিআর ল্যাবে নমুনা পরিক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
গতকাল রোববার রাত ৯ টায় কনক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এর সহধর্মীনি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার শরীফ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন আছেন।
তবে তার শারিরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।


0 Comments