বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনায় চাকুসহ ২ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব


পাবনা প্রতিনিধিঃ

পাবনায় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকুর সহ দুই ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২ এর একটি দল।

রবিবার বিকেলে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা সদর উপজেলার উত্তর শালগাড়িয়া খা পাড়া গ্রামের মোঃ কাশেম প্রামাণিকের ছেলে মোহাম্মদ মহসীন (১৮) ও একই গ্রামের মোঃ উজ্জল খা'র ছেলে মোহাম্মদ আশরাফুল খা (২৩)।

পাবনা র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর পৌর এলাকার শালগাড়িয়া থেকে দুইটি ধারালো চাকু, মোবাইল ও নগদ টাকাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Post a Comment

0 Comments