বেড়া প্রতিনিধিঃ
পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদেরের মৃত্যুতে পদটি শূন্য হয়েছে । ফলে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আাগামী তিন মাসের মধ্যে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ।
ইতোমধ্যে অনেকেই নিজেদের প্রার্থীতা ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ আবুসামা মোল্লা নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন।
তিনি বলেন, আমি বেড়া উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান থাকাকালে নিষ্ঠার সাথে আামার দায়িত্ব ও কর্তব্য পালন করেছি। আমি ও আমার পরিবার মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রত্যক্ষ ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করি ।
তাছাড়া আমি কৈটোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বিগত ২৩ বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছি। আমি ভাইস-চেয়ারম্যান থাকাকালীন ৬৮ পাবনা-১ আসনের মাননীয় সাংসদ(সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি) মহোদয়ের সহযোগিতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপন করেছি। যার ফলে প্রতিষ্ঠানটি অত্র এলাকার নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
এছাড়াও আমি ভাইস-চেয়ারম্যান থাকা অবস্থায় রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি ব্যাপকভাবে সোলার সিস্টেম স্থাপন করি। তাই আামি আসন্ন বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
দলীয়ভাবে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি বেড়া উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাব ।
0 Comments