বার্তাকক্ষঃ
বেড়া উপজেলা পরিষদের বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও বেড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাস।
এক শোকবার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ভাই ছিলেন স্বাধীনতার স্বপক্ষের অতন্দ্র প্রহরী। বেড়া উপজেলার উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখেছেন। তার এই মৃত্যুতে আমরা পাবনাবাসী এক অকুতোভয় কর্মবীরকে হারালাম। একজন বীর মুক্তিযোদ্ধা আঃ কাদেরের অভাব কোনদিনই পূরণ হবে না। আমি তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তার শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য গুনগ্রাহীদের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি।
0 Comments