বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

ক্যান্সার জয় করে বাঁচতে চান আনোয়ার

ছবিঃ  স্ত্রী ও ছোট কন্যার সাথে ক্যান্সার আক্রান্ত আনোয়ার হোসেন

পবিত্র তালুকদার, চাটমোহরঃ

আনোয়ার খাঁ (৪০)। ফার্নিচার মিস্ত্রির কাজ করে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সংসারে জীবিকা নির্বাহ করতেন। নিজে ও তার স্ত্রী পড়ালেখা জানেন না বলে জীবনের প্রতিটি ধাপে ঠেকতে হয়েছে। স্বপ্ন ছিল সন্তানদের পড়ালেখা শিখিয়ে প্রকৃত মানুষ করে গড়ে তুলবেন। যে কারণে দিনরাত পরিশ্রম করতেন।

কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ায় সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে পাবনার চাটমোহর পৌর শহরের নারিকেলপাড়ার মহিম খাঁর ছেলে আনোয়ার খাঁর পরিবারে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন করুণ অবস্থায় ভেঙে পড়েছে পুরো পরিবার। তবে চিকিৎসা করালে সুস্থ হতে পারেন আনোয়ার খাঁ– চিকিৎসকের এমন কথা শুনে আশা দেখছেন স্বজনরা। কিন্তু এর জন্য প্রয়োজন অনেক টাকা!

সরেজমিন গিয়ে দেখা যায়, অসহ্য যন্ত্রণায় বিছানায় শুয়ে কাতরাচ্ছেন আনোয়ার খাঁ। স্বামীর এমন অবস্থা দেখে পাশে বসে অঝোরে কাঁদছেন স্ত্রী শাহীনুর বেগম। বাবার এমন অবস্থা দেখে বইপত্র রেখে বড় ছেলে শাওন বাবার পেশার প্রশিক্ষণ নিতে গেছে অন্যের ফার্নিচারের দোকানে! মেজ সন্তান মীম পঞ্চম শ্রেণিতে পড়ে। আর ছোট মেয়ে জিমের বয়স সাড়ে তিন বছর।

জানা গেল, দেড় বছর আগে প্রস্রাবে জ্বালাপোড়া ও রক্তপড়া শুরু হয় আনোয়ার খাঁর। স্থানীয় চিকিৎসক দিয়ে দীর্ঘদিন দেখানোর পর ওষুধ খাওয়ায় কিছুটা সেরে ওঠেন তিনি। এর কিছু দিন পরেই আবারও অসুস্থ হন। পাবনা-রাজশাহীতে চিকিৎসা নিয়েও রোগ না সারায় ঢাকায় ইবনে সিনা হাসপাতালে দেখান।

সেখানে চিকিৎসক তার প্রস্রাবের রাস্তায় টিউমার অপারেশন করেন। অপারেশন ও পরে ওষুধপত্রের খরচ বাবদ খরচ হয় প্রায় দেড় লাখ টাকা। চিকিৎসার পুরো টাকাটাই তিনি দুটি এনজিও থেকে ঋণ করেন। এর পর হাসিমুখে ফিরে আসেন বাড়িতে। কিন্তু মাস না পার হতেই আবারও অসুস্থ হন আনোয়ার খাঁ। ফের ফিরে যান ইবনে সিনা হাসপাতালের সেই চিকিৎসকের কাছে। এবার পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে আনোয়ার খাঁ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত! চিকিৎসক দ্রুত তাকে কেমোথেরাপি দিতে বলেন।

এ ছাড়া চিকিৎসা বাবদ কমপক্ষে ৫ লাখ টাকা লাগবে ডাক্তারের এমন কথা শোনার পর ধারদেনা করে ঢাকায় ক্যান্সার গবেষণা ইনিস্টিটিউটে প্রথম কেমোখেরাপি দিয়ে টাকা ফুরিয়ে যাওয়ায় ফিরে আসেন বাড়িতে।

এদিকে বাড়িতে ফিরেই কিস্তির জন্য এনজিওর চাপ ও চিকিৎসা ব্যয়ের চিন্তায় ভেঙে পড়েন। বিছানায় শুয়ে অসহ্য যন্ত্রণায় মৃত্যুর প্রহর গুনছেন আনোয়ার খাঁ।

স্বামীর এমন করুণ অবস্থা দেখে অশ্রুসিক্ত নয়নে স্ত্রী শাহীনুর বেগম এই প্রতিবেদককে বলেন, আল্লাহ গরিব মানুষের এত বড় অসুখ দেয় কেন? স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি।

চিকিৎসক বলেছেন চিকিৎসা করালে আপনার স্বামী সুস্থ হবেন; কিন্তু এত টাকা পাব কোথায়? আল্লাহ আমার আর কত পরীক্ষা নেবেন? তা হলে কী টাকার কাছে হেরে যাব আমরা? স্বামীকে বাঁচাতে তিনি প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তশালীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ওই ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া বলেন, আসলেই আনোয়ার খাঁ একজন পরিশ্রমী মানুষ। কিন্তু তার এমন দুরারোগ্য রোগের কারণে পুরো পরিবার হতাশ হয়ে পড়েছে! তাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভবও নয়। তাই সবার সহযোগিতা পেলে কর্মক্ষম এই মানুষটি বেঁচে যেত বলে জানান তিনি।

আনোয়ার খাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ০১৭৯৬-৬৬৯১৬৬ (বিকাশ)।


 

 



Post a Comment

0 Comments