বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

সাংবাদিক সমাজের নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবির জন্মদিন আজ



রনি ইমরানঃ
১৯৬৫ ছাত্র রাজনীতি থেকে ৭১ ' এর রাজপুত্র। কলম সৈনিক থেকে শুরু করে সুমহান স্বাধীনতা সংগ্রামের রণাঙ্গনের যোদ্ধা, মাঠি ও মানুষের দেশবরেণ্য সাংবাদিক, পাবনার সাংবাদিক সমাজের নক্ষত্র  বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় জনাব রবিউল ইসলাম রবির ৭১ তম জন্মদিন আজ

বীর মুক্তিযোদ্ধা পাবনার সাংবাদিক সমাজের বাতিঘর রবিউল ইসলাম রবি একজন সাদা মানুষ মহান হৃদয়ের অহংকারহীন মানুষ। জীবনের পড়ন্ত বেলা আজো যেন তিনি চিরতরুণ। করোনাকালীন সময়ে তিনি ছুটে এসেছেন মানুষের কল্যানের জন্য নিবেদিত হয়ে। পাবনার সাংবাদিকদের বাতিঘড় প্রিয় এই মানুষটির জন্য জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন পাবনার সর্বস্তরের  মানুষ।

রবিউল ইসলাম রবির জন্ম ১৯৪৯ সালে পাবনার কৃষ্ণপুরে। পাঁচ ভাই একবোনের মধ্যে তিনি পঞ্চম। পাবনা জেলাস্কুল থেকে এসএসসি, পাবনা এডওর্য়াড কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন।বড় ভাই দেশের প্রখ্যাত রাজনীতিক আমিনুল ইসলাম বাদশার সার্হচার্যে জড়িয়ে পড়েন  ছাত্র রাজনীতিতে। 

১৯৬৫ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে ৬ দফা আন্দোলনে কারাবরণ করেন। পাবনায় ভূট্রা আন্দোলনে অংশ নেন সক্রিয়ভাবে। 

১৯৬৯ সালে ছাত্র সংগ্রাম পরিষদের ১১  দফা আন্দোলনে বৃহত্তর পাবনা জেলার আহবায়কের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ অংশ গ্রহণ করেন। 

১৯৬৫ সালে বগুড়ায় বুলেটিন পত্রিকার মাধ্যমে সাংবাদকতায় প্রবেশ করেন। ১৯৬৭ সালে দৈনিক সংবাদের সম্পাদক জহুর হোসেন চৌধুরী ও শহীদুল্লা কায়সারের কাছে পেশাগত সাংবাদিকতার হাতেখড়ি নেন। 

১৯৬৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দৈনিক সংবাদের বহত্তর পাবনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন কামাল লোহানী সম্পাদিত দৈনিক প্রভাত পত্রিকায়। এছাড়া পাবনা থেকে প্রকাশিত দৈনিক নির্ভর দৈনিক নতুন বিশ্ববার্তার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনা প্রতিদিনের প্রকাশক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময়ে দেশের ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাবনার ডায়াবেটিক সমিতি, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন তিনি।
 

Post a Comment

0 Comments