বার্তাকক্ষঃ
পাবনা-৪ আসন (ঈশ্বরদী-আটঘরিয়া) সহ দেশের পাঁচটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
এই পাঁচটি আসন হচ্ছে পাবনা-৪, নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, ঢাকা-৫ ও ঢাকা-১৮।
আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা আজ সোমবার ১৭ই আগষ্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন।
এ দিকে রোববার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মনোনয়ন প্রত্যাশী সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং লোকসমাগম না করে (এক/দুই জন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে বলা হয়েছে। সাম্প্রতি আওয়ামী লীগ থেকে নির্বাচিত পাঁচজন সংসদ সদস্যের মৃত্যুতে ওইসব আসন শূন্য হয়েছে।
0 Comments