নিজস্ব প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মুক্তিযুদ্ধ মঞ্চ পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এম,পি মহোদয়ের সহযোগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্ভোধন করা হয়।
মঙ্গলবার (৭জুন) পাবনা জেলা স্কুল প্রাঙ্গন হতে পরিবেশ বান্ধব নিমগাছ রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্ভোধন করেন মুক্তিযুদ্ধ মঞ্চ পাবনা জেলা শাখা সভাপতি জহির হোসেন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সোয়েব। পরে পাবনা শহরের বিভিন্ন পয়েন্টে ফলদ, বনজ ও ঔষুধি বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ পাবনা জেলা শাখার সহ-সভাপতি রেজওয়ান আহমেদ মেনন,আবু সাঈদ, প্রলয় চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম মনি, জানছিল বিশ্বাস জিসান, রাজু রানা, , সম্রাট হোসেন, দিপংকর দাশ। সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রুহুল আমিন রুমন। মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ খান রনি, দপ্তর সম্পাদক সোহান মাহমুদ বাপ্পী, উপ দপ্তর সম্পাদক ফজলে করিম সাব্বির, উপ পরিবেশ সম্পাদক শাকিল শেখ ধর্ম বিষয়ক সম্পাদক আল ইমরান সহ সম্পাদক আবির হাসান মিল্টন, সদস্য মিকাইল হোসেন সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
এসময় কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচি সফল করতে জেলার সকল ইউনিটকে নির্দেশ দেয়া হয়।
0 Comments