নিজস্ব প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ পাবনা সদর উপজেলার অন্তর্গত শামসুল হুদা ডিগ্রী (অনার্স) কলেজ শাখা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে পরিবেশ বান্ধব ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপনের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন এই কর্মসূচি উদ্ভোধন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিদ হাসান ওহী, মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার মোশাররফ হোসেন রুবেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জরিপ হোসাইন, সাধারণ সম্পাদক রবিন হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিমেল হোসেন।
0 Comments