পাবনা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
"মুজিববর্ষের অঙ্গিকার দেশ হবে সবুজের সমাহার "এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল সোমবার প্রতিষ্ঠানে ১'শত ফলজ বনজ ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপণ করা হয়। টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ইন্জিনিয়ার মোঃ জমিদার রহমানের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম. মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ,পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা পৌর ৩ নং কাউন্সিল শেখ ইকবাল।দৈনিক সিনসার সম্পাদক মাহাবুব আলম, বাসস এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট,পাবনা নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক নির্বাহী সদস্য খালেদ হোসেন পরাগ। ইয়ং জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ভোরের দর্পণ জেলা প্রতিনিধি রনি ইমরান, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মিজান তানজিল ।
এ সময় উপস্হিত ছিলেন, কলেজের চীফ ইন্সট্রাক্টর মোঃ শাহ আলম মোঃ মিজানুর, মো তরিকুল হাকিম, নূর মোঃ আনোয়ার রশিদ খান,লিপি রানী সরকার, বাসুদেব রায়,ইন্সট্রাক্টর মো হাসানুজ্জামান, রতন কুমার রায়, মোহাম্মদ রবিউল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর মোঃমাসুদ করিম মোঃ শরিফুল ইসলাম, মোঃ রাশেদুল আলম, মোঃখায়রুল ইসলাম মোড়ল,মীর মোহম্মদ আবু জাফর,একেএম তারিক রেজা,কম্পিউটার অপরেটর আব্দুল রাজ্জাক ও মুহাম্মদ লুৎফর রহমান।
ক্যাম্পাসে আম মেহগুনি জাম টগরফুল কৃষ্ণচূড়া রোপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অধক্ষ্য ইঞ্জিনিয়র মো জমিদার রহমানের প্রচেস্টায় পাবনায় একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস তৈরী হতে যাচ্ছে। ইতোমধ্যে তিনি মাদকমুক্ত করেছেন ক্যাম্পাসে তার এই কৃত্বিতের জন্য পাবনার সর্বমহলে সুনাম কুড়িয়েছেন তিনি। ক্যাম্পাসে আসার পর তিনি সৌন্দর্য্যবর্ধন উন্নয়ন করেন তা দৃষ্টান্ত।
0 Comments