বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনায় নাতির হাতে নানী খুন


নিজস্ব প্রতিবেদকঃ 

পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর চরপাড়ায় শুক্রবার বিকেলে নাতির লাঠির আঘাতে নানী নিহত হয়েছেন। নিহত মালেকা বেগম (৪৫) রামচন্দ্রপুর চরপাড়া মহল্লার দুলু মন্ডলের স্ত্রী।

পুলিশ নাতি রাকিব হোসেন (২২) কে আটক করেছে। তিনি কুষ্টিয়ার মানিক মিয়ার ছেলে ও পেশায় স্বর্ণ ব্যবসায়ী। রাকিব নানার বাড়িতেই থাকতেন।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে খাবার দিতে দেরি হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিব লাঠি দিয়ে তার নানী মালেকা বেগমের মাথায় আঘাত করে। এতে মালেকা বেগম মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Post a Comment

0 Comments