পাবনা প্রতিনিধিঃ
চলছে পবিত্র রমজান মাস। এই সময়টাতে ধর্মপ্রাণ মুসল্লিরা রোজা থেকে মহান আল্লাহর নিকট ইবাদত বন্দেগি করে থাকেন। রমজান শেষ হলে আসে ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। যা নিয়ে থাকে নানান ব্যতিব্যস্ততা ও আয়োজন।
কিন্তু রমজান মাসের আজ পনেরো দিন চলে গেলেও কারো মনে নেই শান্তি। মনে ভয় আতঙ্ক নিয়েই সিয়াম সাধনা করছেন তারা। কারণ, বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ। এই সময়টাতে বেশি বিপদে পড়েছে দেশের অসচ্ছল পরিবারের মানুষ গুলো। তাদের অনেকে সারাদিন রোজা থেকেও নিয়মিত ইফতার পর্যন্ত করতে পারছেন না। অনেককে আবার খাদ্য সংকটের কারণে সাহরী ছাড়াই থাকতে হচ্ছে রোজা।
“ড্রিম কিচেন” পাবনা পৌরসভার এমন ৩২৫ জন রোজাদার কে প্রতিদিন সাহরী, ইফতার এবং রাতের খাবার বিতরণ করছে। রমজানের প্রথম দিন থেকে যা নিয়মিত ভাবে চলছে এবং চলবে পুরো রমজান মাস ব্যাপী।
প্রথমে ২৫০ জনকে দিয়ে শুরু করলেও এখন প্রতিদিন ইফতার বিতরণ করা হচ্ছে ৩৫০ জন রোজাদারকে। ক্রমান্বয়ে বাড়ছে এই সংখ্যা। এ পর্যন্ত প্রায় ১৪ হাজার সাহরী, ইফতার এবং রাতের খাবার বিতরণ সম্পন্ন হয়েছে। আর পুরো রমজান মাসব্যাপী সর্বমোট ২৫৬৫০ জন রোজাদারকে এই পুষ্টিকর খাবার দিবে “ড্রিম কিচেন”।
এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে অনন্য সমাজ কল্যাণ সংস্থা’র প্রধান নির্বাহী পরিচালক মাহফুজ আলী কাদেরীর উদ্যোগে।
এ বিষয়ে জানতে চাইলে তিনি নব যুগান্তর কে বলেন, “রোজাদার কিছু মানুষকে নিয়মিত পুষ্টিকর খাদ্যের যোগান দিতেই আমাদের এই উদ্যোগ। কিছু মানুষের সুহৃদ সহযোগীতায় এই কার্যক্রম টা সম্পন্ন করতে পারছি। সেজন্য তাদের কাছে চির কৃতজ্ঞ। আমরা চাই প্রতিটি রোজাদারের পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে। সেই লক্ষেই আমরা এগোচ্ছি। প্রথম রমজান থেকে শুরু হওয়া এই কার্যক্রম টি পুরো রমজান মাসব্যাপী চলবে৷”
নিয়মিত হওয়া এই কার্যক্রমটিতে অনন্য সমাজ কল্যাণ সংস্থা’র প্রধান নির্বাহী পরিচালক মাহফুজ আলী কাদেরী, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের মাননীয়া সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি (এমপি), স্ট্যান্ডার্ড ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ, কর সচীব ড. মুজিবুর রহমান, শাহাবুদ্দীন চুপ্পু, রবি খান, খালেদ মোর্শেদ, ইতালি প্রবাসী শাহিন মোল্লা সহ আরও অনেকে সহযোগিতা করছেন।
0 Comments