পাবনায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত পাবনার প্রথম শনাক্ত হওয়া রোগী জহুরুল ইসলাম।
তার বাড়ি পাবনার চাটমোহর উপজেলার বামন গ্রামে। ৩২ বছর বয়সী ওই যুবক গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয় এবং গত ১৬ এপ্রিল তার শরীরে করোনা শনাক্ত হয়।
পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কয়েকদিন তার চিকিৎসা চলে।
আজ শনিবার (০২ মে) ঢাকায় চিকিৎসা শেষ বাড়ি ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমহোর উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।
তিনি জানান, ঢাকায় জহুরুলকে আরেক দফা পরীক্ষা করা হয়। পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে এবং সে এখন করোনা মুক্ত বলে জানান চিকিৎসকরা।
চাটমহোর উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান আরও বলেন, জহুরুল ইসলাম এখন করোনা মুক্ত সে বাড়ি ফিরেছে।
এটা বামনগ্রাম তথা পাবনা জেলার জন্য একটা ভালো খবর। আরো কিছু দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
করোনায় জয়ী হয়ে ঘরে ফেরায় জহুরুল এখন সকলের মনোবল বৃদ্ধিতে সহায়ক ও আশার আলো হয়ে উঠেছেন।
তার পরিবরের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদি ফলাফল নেগেটিভ আসে তবে ওই গ্রামের লকডাউন তুলে নেওয়া হবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা
0 Comments