বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

মাত্র ৩ দিনেই করোনা জয়ী র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক


স্টাফ রিপোর্টঃ 
তিন দিনেই করোনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ এসেছে পাবনা জেলার চাটমোহর উপজেলার কৃতিসন্তান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৪- এর অধিনায়ক মোজাম্মেল হকের। আজ ২৪ মে এতথ্য তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে সাহায্যে জানিয়েছেন।

ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, ‘তিনদিন আইসোলেশনে থেকে কঠোরভাবে নিয়ম মেনে চলে আজ আমার কোভিড-১৯ নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমার পরিবারের সকল সদস্যের নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে। আমার বিশ্বাস গত ৩ দিন প্রচন্ড আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোবলের সংগে কঠোরভাবে নিয়ম নীতি মেনে আইসোলেশনে থাকার ফলাফল অত্যন্ত শুভ হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী ২৮ তারিখে পুনরায় কোভিড -১৯ নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে আইসোলেশন মুক্ত হয়ে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পূনরায় করোনা প্রতিরোধ যুদ্ধে শামিল হওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি। হাজার হাজার শুভাকাংখী ফোন ও মেসেন্জারে আমার শারীরিক সংবাদ জানার চেষ্টা করছেন। ফোন কলের চাপে আমার ব্যক্তিগত ফোন হ্যাং হওয়ায় অনেকের ফোন রিসিভ করতে না পারায় দুঃখ প্রকাশ করছি। আমার প্রতি আপনাদের এই অবর্ননীয় উদ্বেগ, আবেগ, ভালবাসা সত্যই আমাকে বিস্মিত অবিভূত এবং চির ঋণী করেছে। ইনশাল্লাহ আমি আমার জীবনের শেষদিন পর্যন্ত আপনাদের ভালবাসার কথা মনে রাখবো।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ মে) দিনগত রাত ১২টার দিকে তার করোনা পজিটিভ আসে। শুক্রবার (২৩ মে) দুপুরে র‍্যাব ৪-এর অপারেশন অফিসার সাজেদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং বলেন, উনার শরীরে করোনার উপসর্গ নেই বলে জানান তিনি। স্যার এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বগুড়া, জয়পুরহাট, নওগাঁ জেলায় সফলভাবে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। বর্তমানে তিনি  র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) এর  ৪ (ঢাকা) অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Post a Comment

0 Comments