ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷ করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই গৃহবধূ ঈশ্বরদী বাজারের এক মুদি দোকানদারের স্ত্রী। তার আনুমানিক ৩০ বছর।
পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি ঈশ্বরদী শহরের বাবুপাড়া এলাকায় স্বামী ও দুই সন্তানের সাথে বসবাস করতেন।
তার বেশ কয়েকদিন যাবৎ জ্বর, কাশি ও গলা ব্যাথা ছিলো। যা করোনার উপসর্গের সাথে মিলে যায়। গতকাল শুক্রবার (১লা মে) জ্বর, কাশি ও গলাব্যাথা বেড়ে গেলে স্বজনরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ তার মৃত্যু হয়।
নিহতের করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা পরিক্ষা নিরিক্ষার পর রিপোর্ট প্রকাশ হলে জানা যাবে।
তবে তার করোনার উপসর্গ ছিলো বলে জানিয়েছেন তার স্বজনেরা।
নিহতের পরিবারের সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
0 Comments