নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধে নিত্যপণ্য ও জরুরী সেবা ব্যতীত জেলার সকল পর্যায়ের দোকানপাট/ শপিংমল এবং আন্তঃউপজেলা যানবাহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৮ ই মে) পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অদ্য ১৮/৫/২০ইং তারিখ হইতে ঔষধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জরুরি সেবা ব্যতীত জেলা এবং উপজেলা পর্যায়ের সকল দোকানপাট শপিংমল সমূহ এবং আন্তঃউপজেলা যানবাহন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি সেবা সার্বক্ষনিক খোলা থাকবে এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্য পরিবহনের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
0 Comments