রেজা নাবিলঃ
উন্নতির সর্বশেষ চূড়ায় পৌছানোর অভিপ্রায়ে ও আরেকটু ভালো থাকার প্রয়াসে মানুষ যেনো ভুলেই গেছে তাকে থামতে হবে কোথায়। যার জন্য প্রতিনিয়তই ঘটছে পরিবেশ ধ্বংসাত্মক বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা। এ থেকে করোনার মত বিভিন্ন প্রাণঘাতি ভাইরাস তার ভয়াল থাবায় বিশ্ববুকে তুলে ধরছে তার অস্তিত্ব। প্রানহানি হ্রাসে দেশ আজ কর্মস্থবিরতায় নিমজ্জিত।
এরই ধারাবাহিকতায় পাবনায় নেই ভিন্ন অবস্থা। তাই তো যখন খাদ্য বিপাকে সাধারণ কর্মজীবি মানুষ। ঠিক তখনি উপজেলা প্রশাসনের বরাতে ও বেসরকারি সংস্থা- আশা'র সহায়তায় প্রমিস ফাউন্ডেশন পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর আশুতোষ পুর, বিশ্বাস পাড়া, বক্সপাড়া, শান্তিনগর, হঠাৎ পাড়াসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় দেড়শত অসহায় পরিবারকে দিচ্ছে খাদ্য সহায়তা।
বুধবার(১২ই মে) আশা'র উপজেলা আঞ্চলিক ব্যবস্থাপক- খসরু আহমেদ'র উপস্থিতিতে উল্লেখ্য এ স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করেন।
এসময় উল্লেখ্য সংস্থার এ কর্মকর্তা মানুষের সেবার লক্ষ্যে সফলভাবে কাজ করার ব্যাপারে প্রমিস ফাউন্ডেশনকে অভিনন্দন জানান।
এছাড়াও সংঠনটির সভাপতি দেওয়ান বিদ্যুৎ বলেন "প্রমিস ফাউন্ডেশন সর্বদা সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে এবং সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা প্রদানমূলক আমাদের এধরণের কাজ আগামীতেও অব্যাহত থাকবে,তিনি উক্ত কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদান করার জন্য আশা এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে করোনা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীদের করোনা ভাইরাস মোকাবেলায় সহযোগিতা করার লক্ষ্যে পূর্বেও প্রায় শতাধিক পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে ভিন্নধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন প্রমিস ফাউন্ডেশন।
0 Comments