বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু


নিজস্ব প্রতিনিধিঃ
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবস্থায় দুর্ঘটনাবসত বোম প্লেসার মাথায় পড়ে আব্দুল মুবিন খান নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি ভারতীয় সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান "পাহাড়পুর কুলিং টাওয়ার" নামক প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। 

নিহত প্রকৌশলী মুবিন খান পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া সংলগ্ন মজিদপুর গ্রামের মৃত কেরামত আলী খানের ছেলে। 

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস প্রকৌশলীর নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে কুলিং টাওয়ার ২৯০০ লোডের ঢালাইয়ের কাজ করার সময় বোম প্লেসার ভেঙ্গে ওই প্রকৌশলী মাথার উপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রকল্পের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত প্রকৌশলী আব্দুল মুবিন খান দুই সন্তানের জনক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments