স্টাফ রিপোর্টারঃ
নভেল করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যর্থে কমনওয়েলথ গেমসের সোনার পদকটি নিলামে তুলবেন পাবনা শহরের কাচারিপাড়ার কৃতিসন্তান শুটার আসিফ হোসেন খান।
আসিফ হোসেন খান বলেন ‘করোনার এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তাই সিদ্ধান্ত নিয়েছি ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসের সোনার পদকটি নিলামে তুলব।
আশা করি এই উদ্যোগ থেকে অন্তত কিছু মানুষকে সহায়তা করতে পারব। যা এখন খুব দরকার।’ তার এই এমন মহৎ উদ্যোগ অনুপ্রেরণা জোগাতে পারে মানবিক কাজে নিবেদিত গোটা বিশ্ব বিবেকের।
পাবনার এই কৃতিসন্তান মাত্র ১৫ বছর বয়সেই কমনওয়েলথ গেমসে সোনা জিতে বিশ্ব দরবারে দেশকে গৌরবে তুলে ধরেন এবং পাবনার মানুষের জন্য সম্মান বয়ে আনেন।
১৫ বছর বয়সে কমনওয়েলথ গেমসে তাঁর কাছে হেরে গিয়েছিলেন ভারতের নামী শুটার অভিনব বিন্দ্রা। তাঁর কষ্টে অর্জিত গর্বের সোনার পদটি করনায় অসহায় মানুষদের জন্য তুলতে চান নিলামে।
কোটি মানুষের হৃদয়ে আবারো জায়গা করে নিলেন পাবনার গর্ব আসিফ।
0 Comments