সাঁথিয়া প্রতিনিধিঃ
সাঁথিয়ায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী আর-আতাইকুলা ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের মঈনাল মন্ডলের ছেলে কামাল হোসেন (২৬)।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়,আকান্ত ব্যাক্তি ফরিদপুর জেলায় একটি ইট ভাটায় কাজ করতো। ১৩দিন আগে সে ফরিদপুর থেকে তার নিজ গ্রামে এসেই সে হোম কোয়ারেন্টাইনে ছিল।
গত(২৬ এপ্রিল) তার ফ্যারিঞ্জিয়াল ও ন্যাসাল স্যাম্পল সংগ্রহ করে(২৭এপ্রিল) পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার (২৯ এপ্রিল)সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে।পরে রাতেই রোগীর পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাঃ মামুন আব্দুল্লাহ জানান, সামগ্রিক অবস্থা ও আমাদের করণীয় পরবর্তীতে জানানোর চেষ্টা করবো।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই চৈত্রহাটি গ্রামটি অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল রায়হান, আতাইকুলা থানা ওসি ,চেয়ারম্যান, সাংবাদিকগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলাধীন আর আতাইকুলা ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের কামাল হোসেনের করোনা পজিটিভ হওয়ায় ঐ বাড়িসহ পুরো গ্রামটিকে উপজেলা প্রশাসন কর্তৃক লকডাউন ঘোষনা করা হয়েছে। বাড়িটাকে লাল পতাকা দ্বারা চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত পরিবারটিকে চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী প্রদান করা হয়েছে।আগামিকাল পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করা হবে। ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন।
উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার বিভিন্ন গ্রামে এ যাবৎ ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
0 Comments