পাবনা প্রতিনিধিঃ
পাবনায় নতুন করে ২ জন করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্তদের মধ্যে পাবানার সুজানগর উপজেলার ১ জন ও সাঁথিয়া উপজেলার ১ জন কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।
এ নিয়ে জেলায় মোট ১০ জন রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কে এম আবু জাফর।
করোনাভাইরাস সন্দেহে পাবনা থেকে এ পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ২৮৪ জনের। এর মধ্যে ২১৮ জনের নমুনার রিপোর্ট এসেছে তার মধ্যে ১০ জন শনাক্ত হয়েছে। বাকী রিপোর্টগুলা দু’একদিনের মধ্যে পাওয়া যাবে।
করোনাভাইরাসে আক্রান্ত বেশীরভাগ রোগীদের আপাতত বাসায় হোম আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে বলে জানিয়েছেন, ডাক্তার কে এম আবু জাফর।
তিনি বলেন, রোগীদের হাসপাতালে চিকিৎসা প্রয়োজন হলে ও গুরুতর রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে।
পাবনায় ইতিমধ্যে কোভিড-১৯ রোগীর জন্য কমিউনিটি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাবনায় নতুন করে যে রোগী শনাক্ত হয়েছে তাদের সংস্পর্শে যারা এসেছিলো তাদের ইতিমধ্যে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডাক্তার কে এম আবু জাফর।
0 Comments