পাবনায় করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষদের মাঝে বিনামুল্যে সবজি বাজারের মাধ্যমে সবজি বিতরণ করেছে পাবনা জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম এর নেতৃত্বে এই কার্যক্রম শুরু হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে তার ব্যক্তিগত উদ্যোগে এসব সবজি বিতরণ করা হয়। সবজির মধ্যে রয়েছে আলু, বেগুন, পটল, ডেরশ, পিয়াজ, মরিচ, মিষ্টি কুমড়া, করলা, চাল কুমড়া সহ বিভিন্ন রকমের সবজি।
সবজি বিতরণ কালে তিনি সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।আজ বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) শুরু হয়ে আগামী ৭দিন এ সবজি বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ন সম্পাদক অনিক আহমেদ, রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদ মীর উকিল, জেলা ছাত্রলীগ নেতা এনামুল হক সৈকত, পিয়াস ইমরান, পলিটেকনিক ইনিস্টিটিউট ছাত্রলীগের সাধারন সম্পাদক শাকিল মিয়া শান্ত, ছাত্রলীগ নেতা শৈবাল, শাওন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
0 Comments