বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত


মো. জিল্লুর রহমান রানা, আটঘরিয়াঃ
পাবনার আটঘরিয়া উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক র‌্যালী ও আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। 

‘নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা এই স্লোগানকে  সামনে রেখে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রাজু আহমেদ এর সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্যদেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আফজাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান রোকন।

এই দিবসে আটঘরিয়ায় ৫জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়েছে। এরা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জমেলা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী নিলা খাতুন, সফল জননী নারী রোজিনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন মালেকা খাতুন, সমাজ উন্ননে অসমান্য অবদান রেখেছেন বুলুজান খাতুন।

Post a Comment

0 Comments