বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনায় তেলবাহী লরীর চাকায় এইচএসসি পরীক্ষার্থী নিহত


চাটমোহর প্রতিনিধিঃ 
বান্ধবীর জন্মদিন উদযাপন করতে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন সামিউর রহমান সাম্য (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের টেবুনিয়া-বাঘাবাড়ি সড়কের বড়শালিকা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহত সাম্য মথুরাপুর গ্রামের দেওয়ান সাহাবুর রহমান চন্দনের ছেলে ও চাটমোহর সরকারি কলেজের ছাত্র। এ ঘটনায় আহত হয়েছেন মাহফুজ হোসেন নামে তার এক বন্ধু।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাম্য, মাহফুজসহ কয়েকজন বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলায় তাদের এক বান্ধবীর জন্মদিন উদযাপন করতে যাচ্ছিল। পথিমধ্যে গুনাইগাছা ইউনিয়নের বড়শালিখা এলাকায় বিপরীত দিক থেকে আসা এক তেলবাহী ট্যাংক লরীর চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলে ধাক্কা দিলে পেছনে বসা সামিউর রহমার সাম্য ছিটকে ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়। 

পরে তাকে দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন মোটর সাইকেল চালক মাহফুজ হোসেন নামে তার এক বন্ধু। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে রেলবাজার এলাকা থেকে তেলবাহী ট্যাংক লরী আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন বলেন, তেলবাহী ট্যাংক লরী আটক করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments