বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

ঈশ্বরদীতে জেলের জালে ধরা পড়লো বিরল "পাখি মাছ"


ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদাপুর হাটে মাছটি রোববার (১ ডিসেম্বর) বিক্রির জন্য আনা হয়। 

এ সময় মাছটি দেখতে বহু লোকের ভিড় জমে।

মাছ ব্যবসায়ী মো. রতন জানান, পদ্মা নদীতে জেলেদের বেড়জালে ধরা পড়ে এই মাছ। মাছটি কেটে প্রতি কেজি ৭৫০ টাকা দরে ২৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান জানান, মাছটির পিঠের দিকে পাখার মতো একটি অঙ্গ আছে। সে কারণে জেলেরা এটিকে পাখি মাছ বলেন। পাখি 

এই মাছটি মূলত সামুদ্রিক মাছ। ধারণা করা হচ্ছে, সমুদ্র থেকে মাছটি পদ্মায় চলে এসেছিল।

Post a Comment

0 Comments