পাবনা প্রতিনিধিঃ
পাবনায় জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর উদ্যোগে কেন্দ্র ঘোষিত ১১ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় পাবনা প্রেসক্লাবের সামনে সংগঠনটির পাবনা জেলা শাখার সভাপতি মোঃ জহির হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সোয়েব এর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি ঘোষিত নিম্নোক্ত ১১ দফা দাবিতে রবিবার সারাদেশে কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
★মুক্তিযুদ্ধা কোটা বহাল করতে হবে এবং কমিশন গঠন করে কোটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
★বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রনয়ণ করতে হবে।
★১লা ডিসেম্বরকে জাতীয় ভাবে মুক্তিযুদ্ধা দিবস হিসেবে স্বীকৃতি ও সরকারি ছুটি ঘোষণা করতে হবে।
★দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, শেয়ার বাজার লুটকারী, ঋণখেলাপীরা রাষ্ট্রের শত্রু। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
★ যুদ্ধাপরাধী ও তাদের বংশধরদের উপজেলা ভিত্তিক তালিকা দ্রুত প্রনয়ণ করতে হবে।
★যুদ্ধাপরাধী ও তাদের বংশধররা যারা সরকারি চাকরিতে বহাল আছে, তাদের বরখাস্ত করতে হবে।
★যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ও তাদের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে।
★বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের হলোকাস্ট অ্যাক্ট বা জেনোসাইড ডিনাইয়াল ল’এর আদলে আইন করে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে।
★কোটা সংস্কার আন্দোলনে উস্কানিদাতা ও গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে বিচার করতে হবে। কোটা সংস্কার আন্দোলনের নামে বিদেশি অনুদান রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
★তদন্ত কমিটির রিপোর্ট দ্রুত প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে।
★বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেইজ যেমন – কোটা সংস্কার চাই, বাঁশের কেল্লা, অপরাজেয় বাংলা, বিসিএস আওয়ার গোল’স, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেইজে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তিকারী এবং এসব গ্রুপ ও পেইজের এডমিন ও মডারেটরদের চিহ্নিত করে বিচার করতে হবে।
মানববন্ধনে বক্তারা অতিদ্রুত ১১ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ সোহানুর রহমান সুমন এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিব খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ হোসেন মাসুম, হেমায়েতপুর ইউনিয়ন (৭,৮,৯) এর সাধারন সম্পাদক বাবুল জোয়ার্দার, রাজু রানা, রাকিব,আলিফ, ফরহাদ, সিমান্ত, সুদেব কুমার সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
0 Comments