বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

মুল্য বৃদ্ধির গুজবে পাবনায় লবন কেনার হিড়িক

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ 
সারাদেশের ন্যায় পাবনাতেও লবনের মুল্য বৃদ্ধির গুজবের প্রভাবে লবন কেনার হিড়িক পড়ে গেছে।

পাবনার স্থানীয় বাজারগুলোতে মঙ্গলবার বিকেল থেকে পাইকারী ও খুচরা দোকানগুলোতে হটাৎ অস্বাভাবিকভাবে লবন বিক্রি বেড়ে গেছে। 

এ সুযোগে অতিরিক্ত মুল্য হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। আবার অনেকেই দাম বৃদ্ধির আশায় লবন মজুদ করতে শুরু করে দিয়েছে।

উল্লেখ্য মঙ্গলবার সকাল থেকে সারাদেশে লবনের মুল্য বৃদ্ধির গুজব রটে যায় ফলে অতিরিক্ত মুল্যে লবন বিক্রি সহ কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা শুরু হয়। 

ইতিমধ্যে শিল্পমন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনজারি করে লবন সংকটের বিষয়টি সম্পুর্ণ গুজব বলে জানায়। 

শিল্প মন্ত্রণালয় বলছে, দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদা কমবেশি এক লাখ মেট্রিক টন। সেখানে লবণের মজুত আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন। সে হিসাবে লবণের কোনো ধরনের ঘাটতি বা সংকট হবার প্রশ্নই ওঠে না।

উল্লেখ্য, লবণ-সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোলরুম নম্বরগুলো হচ্ছে: ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (সেল ফোন)। লবণ-সংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়েছে।

Post a Comment

0 Comments