বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনায় আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে আটক ১ জন


পাবনা প্রতিনিধিঃ
পাবনায় ১ টি বিদেশী পিস্তল, ১টি রিভালবার ও ১ টি শুটারগান সহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাবনা র‌্যাব-১২।

গোপন সংবাদের ভিত্তিতে , র‌্যাবের একটি অভিযানিক দল কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা  সদর  থানাধীন ভাওডাঙ্গা (কালুরপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে।

আটককৃত আসামী অস্ত্র ক্রয় বিক্রির উদ্দেশ্যে অস্ত্রসহ  ভাওডাঙ্গা (কালুরপাড়া) এলাকায় অবস্থান করছিলো এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ঘটনাস্থলে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টা করলে র‌্যাব আসামীকে ধাওয়া করে তাৎক্ষণিক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তার শরীর তল্লাশী করে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি, ১টি রিভালবার, ১ টি শুটারগান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

আটককৃত তিজাম হোসেন ভাওডাঙ্গা(কালুরপাড়া) গ্রামের  মৃত ইউছুফ আলী প্রামানিক এর ছেলে।

এ বিষয়ে র‌্যাব-১২  জানায়, দীর্ঘদিন ধরেই ধৃতআসামী তিজাম অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রাখিয়া ক্রয়-বিক্রয় করাসহ এলাকার মানুষদেরকে ভয়ভীতি দেখিয়ে ক্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments