জহুরুল হক, সাথিয়াঃ
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় জুলহাস (০৭) নামের ১ম শ্রেনীর এক ছাত্র নিহত হয়েছে।
আজ শনিবার সকাল ৭টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে পুন্ডুরিয়া ব্র্রিজের কাছে ঘটনাটি ঘটে।
জুলহাস সাঁথিয়া করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া পূর্বপাড়া গ্রামের কালাম ফকিরের ছেলে। ছেলেটি পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, জুলহাসের মা পুন্ডুরিয়া ব্রিজ সংলগ্ন একটি শুটকি মাছের খোলায় কাজ করত।
শনিবার সকালে মায়ের সাথে রাস্তা পার হতে গেলে বেড়া থেকে রাজশাহীগামী রোমিও নামক একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার সকালে মায়ের সাথে রাস্তা পার হতে গেলে বেড়া থেকে রাজশাহীগামী রোমিও নামক একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছোট্ট শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 Comments