ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে রেলওয়ে পশ্চিম রেল বিভাগের অবৈধ দখলকৃত জায়গা ছেড়ে দেওয়ার জন্য আড়াই হাজার অবৈধ দখলদারকে নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) পশ্চিম রেলের নির্বাহী বিভাগের সম্পত্তি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান স্বাক্ষরিত এই নোটিশ দেওয়া হয়।
নোটিশ প্রদানের সত্যতা নিশ্চিত করে মোঃ নুরুজ্জামান বলেন, পাকশী ইউনিয়নের বাবুপাড়া, এসএম কলনি ও মেরিনপাড়া সহ বিভিন্ন স্থানে রেলওয়ের প্রায় ১৬৬ একরের বেশি মূল্যবান জমি বেদখল হয়ে গেছে। অবৈধভাবে দখলকৃত এসব জমিতে নতুন করে নির্মাণ করা হয়েছে বাড়িসহ বিভিন্ন স্থাপনা।
তিনি আরো বলেন, মঙ্গলবার থেকে দখলদারদের ঠিকানায় গিয়ে নোটিশ দেওয়া শুরু হয়েছে আজ ২/১ দিনের মধ্যেই সকল দখলদারদেরকে নোটিশ দিয়ে দেওয়া হবে।
নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে অবৈধ দখলকৃত জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় দখলকৃত জমি উদ্ধারে অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া স্থাপনা উচ্ছেদের বিপরীতে সরকারের যা খরচ হবে সংশ্লিষ্ট দখলদারের কাছ থেকে আদায় করা হবে।
রেল কর্তৃপক্ষ বলছে, রেলের পাকশী বিভাগের ২৭ হাজার একর জমির মধ্যে দখল রয়েছে মাত্র ২৬০০ একর জমি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রুপপুর মোড়, ঈশ্বরদী জংশন, নর্থ বেঙ্গল পেপার মিল, পাকশী রেলওয়ে বিভাগ এর সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে রেলের প্রায় ২০০ একর জমি প্রয়োজন অথচ এ পর্যন্ত দখলমুক্ত করা গেছে মাত্র ৬০ একর জমি। এর মধ্যে ঈশ্বরদী রেল জংশন এলাকায় উদ্ধার করা হয়েছে ১৭ একর জমি।
এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, রেলের জমি উদ্ধারে যেকোনো মূল্যে অভিযান অব্যাহত রাখা হবে কারণ বড় বড় প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না রেলের জমি দখল হয়ে যাওয়ার কারণে। এবার যে কোন মূল্যে এসব জমির উদ্ধার ও দখলমুক্ত করা হবে।
0 Comments