পাবনা প্রতিনিধিঃ
পাবনায় প্রশাসনের কঠোর নজরদারিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
সোমবার শহরের বড়বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেশি পেঁয়াজের দাম ১৬০ টাকা নির্ধারণ করে দেয়া হয় এবং এর অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রির করলে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার হুশিয়ারি দিয়ে সতর্ক করায় সোমবার নির্ধারিত মূল্যেই পেঁয়াজ বিক্রি হয়েছে বলে জানান ক্রেতারা।
জেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর নেতৃত্বে প্রশাসনের মনিটরিং টিম বড়বাজার, সিঙ্গা বাজার ও মাসুম বাজারে মনিটরিং করেন।
সেখানে ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সোমবারের জন্য পেঁয়াজের মূল্য ১৬০ টাকা নির্ধারণ করে দেয়া হয়। এবং এই দামেই আজ পেঁয়াজ বিক্রি হয়েছে। প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে,পেঁয়াজ নিয়ে কোন কারসাজির সুযোগ দেয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন আরো জানান, সরকারের পদক্ষেপে এরই মধ্যে পেয়াজের দাম অনেক কমে এসেছে। নতুন পেয়াজও বাজারে আসতে শুরু করেছে। চলতি সপ্তাহে পেয়াজের দাম আরো কমে যাবে বলে ধারনা করা হচ্ছে।
0 Comments