বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনায় ২৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


পাবনা প্রতিনিধিঃ 
পাবনায় ২৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ এর সিপিসি-২ এর একটি ইউনিট।

গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার (২৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর এর নেতৃত্বে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল নামক স্থানে অভিযান পরিচালনা করে একটি জীপ থেকে ২৩৫ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি পূর্বফুলমতি গ্রামের মৃত তোফাজ্জার হোসেনের ছেলে মোঃ মাহাফুজার রহমান(৩৯) ও মোঃ হায়দার আলীর ছেলে মোঃ জুয়েল রানা (২৮)।  

র‍্যাব-১২ এর বরাত দিয়ে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পাবনার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলো।  বুধবার দিবাগত রাতে তারা র‌্যাব তাদের আটক করতে সক্ষম হয়েছে। 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments