বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

চাটমোহরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে এসিড নিক্ষেপ


চাটমোহর প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীর শরীরে এসিড নিক্ষেপ করেছে ২ বখাটে। 

এ ঘটনায় পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ঘটনার সাথে জড়িত ২ বখাটেকে আটক করেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে চাটমোহর উপজেলার বনগ্রাম সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। 

এসিড আক্রান্ত সবুরা খাতুন (১৫) ঐ গ্রামের ব্যবসায়ী সলিলুর রহমানের মেয়ে ও বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাটমোহর থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার রাত ৯টার দিকে দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সবুরা খাতুন নিজ ঘরে পড়াশুনা করছিলেন। 

এ সময় ঐ শিক্ষার্থীর শরীরে এসিড নিক্ষেপ করে স্থানীয় দুই বখাটে যুবক পালানোর চেষ্টা করে।

স্থানীয় লোকজনের সহায়তায় রতন ও রিপন নামে দুই যুবককে আটক করা হয়েছে। ভিকটিম সবুরাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি আরো জানান, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানায় মামলা দায়ের হয়েছে।

Post a Comment

0 Comments