ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মেধাবী ছেলে সুমন সরকার। দুলাল সরকার ও আলো রানী সরকারের জেষ্ঠ সন্তান।
ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী সুমন ২০০৫ সালে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এলাকার মধ্যে প্রথম জিপিএ ৫.০০ অর্জন করেন।
তারপর ২০০৭ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদে।
২০১৩ সালে উক্ত অনুষদ থেকে প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান ( সিজিপিএ ৩.৮২) অধিকার করে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ( ডিভিএম) ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৫ টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণার প্রতি আকর্ষণের কারণে শিক্ষকতা পেশার উপর তার প্রবল আগ্রহ ছিল।
অবশেষে তিনি গত ১১ই জুলাই তারিখে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
তিনি একজন আদর্শ শিক্ষক ও গবেষক হিসেবে প্রতিষ্ঠার জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
0 Comments