।। মুরাদ মালিথা ।।
মাননীয় প্রধানমন্ত্রী, আজ বহুজন বহু বিশেষনে আপনাকে মুল্যয়ন করে। কিন্তু আমার কাছে আপনি আমাদের অতিপ্রিয় অত্যন্ত শ্রদ্ধার শেখ হাসিনা আপা, কারণ আমার পরিবার পরিজনকে দেখেছি নিঃশ্বার্থ ভাবে আওয়ামীলীগ করতে। যা অদ্যবধি সততার সাথে অটুট আছে।
প্রিয় আপা, আমি সেই ১৯৮০ সালে ক্লাস এইট থেকে জাতির পিতা মহাবাঙ্গালী বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ ১৯৮৭ সালে ঈশ্বরদী সরকারী কলেজে ভিপি নির্বাচিত হযে ছিলাম তারপর উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও চাকুরী বা ব্যাবসা না করে পৈতিক পেশা কৃষিকে পেশা হিসাবে নিয়ে নানা প্রতিকুলতার মধ্যে জাতির পিতার অমৃত আহবান কৃষি বিপ্লবের জন্য কাজ করে যাচ্ছি।
আমি প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক সাবলম্বি করার জন্য আপনার যুগান্তকারী পদক্ষেপ সি, আই, জি (কৃষক সংগঠন) এর ভোটে বর্তমানে নির্বাচিত উপজেলা সভাপতি। কৃষকদের স্বার্থে বহু কৃষক সভা, সেমিনার, সিম্পোজিয়ামে কৃষকদের দাবী নিয়ে কথা বলেছি।
সাইক সিরাজ সাহেবের কৃষি বাজেট কৃষকের বাজেটে জোরালো ভাবে, কৃষক নেতৃত্বের যৌক্তিকতা তুলে ধরেছি।
সেসকল অনুষ্ঠানে যখন যুক্তি সহ দাবী তুলেছি কৃষি প্রধান বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় একজন রক্ত মাংসের প্রকৃত কোন আদী কৃষকের শিক্ষিত সন্তান যিনি বাবার পাশে থেকে অসহায় কৃষকদের সুখ, দুঃখ, হাসি, কান্না হৃদয় দিয়ে উপলব্ধী করছে এরকম একজন মুজিব সৈনিককে কৃষি মন্ত্রী করা হোক, তা না হলে হলও অন্তত কৃষি প্রতিমন্ত্রী করা হোক।
সেসকল আনুষ্ঠানে হাজারো পা ফাঁটা কৃষক করতালিতে মুখোরিত করে সেটা সমর্থন করেছেন। আমি আজ বিনয়ের সাথে দাবী জানবো, অথবা আমাদের শ্রদ্ধার প্রিয় আপাকে অনুরোধ করবো। কৃষকদের প্রিয় নেতা যার প্রতিটি ধমনিতে কৃষক পিতার পবিত্র রক্ত প্রবাহিত আমাদের প্রিয় পাঞ্জাব আলী বিশ্বাস (সাবেক এমপি) কে অন্তত কৃষি প্রতিমন্ত্রী করে জাতির পিতার কৃষি বিপ্লবকে তরানিত্ব করা হোক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
কৃষকদের জয় হোক।
লেখকঃ
কলামিস্ট, কৃষকনেতা।
সাবেক ভিপি (ঈশ্বরদী সরকারি কলেজ)।
0 Comments