ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈদ উপলক্ষে শুক্রবার স্বামী-সন্তানসহ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময় পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মারা যান গৃহবধূ মারিয়া (২৩)।
এ ঘটনায় তার কোলের শিশু আহাদ (৬ মাস) এবং স্বামী ওয়াহেদ আলী (২৮) গুরুতর আহত হন।
শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বামী ওয়াহেদ আলী। বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে গেল শিশু আহাদ।
পথিমধ্যে দাশুড়িয়া-পাকশী বিশ্বরোডের জয়নগরের তামান্না ফিলিং স্টেশনের কাছে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। সেখানে পাম্প থেকে তেল নেয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় অন্য দুটি মোটরসাইকেল এসে দ্রুত বেগে তাদেরকে ধাক্কা দিলে তিনজনই ছিটকে পড়েন।
এ সময় দাশুড়িয়া থেকে পাকশীগামী একটি মাইক্রোবাস এসে চাপা দিলে মারিয়া ঘটনাস্থলেই নিহত হন।
0 Comments