ঈশ্বরদী প্রতিনিধিঃ
স্ত্রী মারিয়া (২২) ও ছেলে আহাদকে (৬ মাস) নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন ওয়াহেদ আলী (২৮)।
শুক্রবার দুপুর দেড়টার দিকে পাকশী-দাশুড়িয়া বিশ্বরোড়ের জয়নগর তামান্না ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে। ছেলেসহ গুরুতর আহত হয়েছেন ওয়াহেদ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকার ওয়াহেদ আলী মোটরসাইকেলে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়ি ছিলিমপুরে যাচ্ছিলেন।
পথে ওই ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেয়ার জন্য রাস্তা পার হতেই ঈশ্বরদীর বহরপুর থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান ওয়াহেদ।
একই সময়ে দাশুড়িয়া থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারিয়ার মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজিবুল আলম জানান, ঘাতক মাইক্রোবাস পালিয়ে গেলেও অপর মোটরসাইকেল আরোহী শাকিল ও সোহেলকে আহত অবস্থায় আটক করা হয়েছে।
শিশু আহাদ মায়ের কোল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় সামান্য জখম হয়েছে। আর ওয়াহেদের অবস্থা আশঙ্কাজনক।
0 Comments