বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনায় ডাকাতির মালামাল সহ ৪ ডাকাত আটক


পাবনা প্রতিনিধিঃ
পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহ্নত বিভিন্ন যন্ত্রপাতি, একটি প্রাইভেটকার, বেশকিছু ব্যাটারি ও দুটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

রোববার রাত ৩টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে প্রথমে সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের বিপ্লব প্রামানিকের ছেলে আকাশ প্রামানিককে (২৬) আটক করে আতাইকুলা থানা পুলিশ।

পরে তার দেয়া তথ্যে, একই উপজেলার আফতাবনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে রেজাউল করিম রেজা (৩১), তলট গ্রামের আবু তাহের আলীর ছেলে লিটন মিয়া (৩২) ও সোনাতলা গ্রামের হযরত আলীর ছেলে সম্রাট হোসেনকে (৩০) আটক করা হয়।

সোমবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।

তিনি জানান, আকাশের স্বীকারোক্তি অনুযায়ী পাবনার সাঁথিয়া, বেড়া ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের ধরা হয়।

আটকদের বিরুদ্ধে শরীয়তপুর, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

Post a Comment

0 Comments