বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনায় ওসি'র সহায়তায় পিতৃকোলে শিশু জুনায়েদ


পাবনা প্রতিনিধিঃ
অবশেষে তিন মাস পরে পাবনা সদর থানার ওসি ওবায়দুল হকের সহযোগিতায় পিতৃকোলে ফিরে গেল শিশু জুনায়েদ। 

রবিবার (২রা জুন) দুপুরে পাবনা সদর থানার অফিসার ইনচার্স (ওসি) ওবাইদুল হক শিশু জুনায়েদ কে তার পিতাসহ তার স্বজনদের হাতে তুলে দেন। 

এর আগে গত এক সপ্তাহ পূর্বে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে শিশু জুনায়েদ কে উদ্ধার করে পাবনা সদর থানা পুলিশের একটি দল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, সপ্তাহ খানেক আগে এক রাতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা শিশু জুনায়েদ কে একা একা ঘুড়তে দেখে পুলিশ সদস্যরা তাকে তার নাম ঠিকানা জানতে চাইলে সে শুধু নিজের নাম ছাড়া কিছুই বলতে না পারাই পুলিশ তাকে থানায় নিয়ে আসে। 

এরপর ওসি ওবায়দুল হকের নির্দেশনায় থানার পুলিশ সদস্যরা পরম মমতায় শিশু জুনায়েদকে আগলে রাখেন থানা ক্যাম্পাসে।

এসময় শিশু জুনায়েদের সাথে বেশ খাতির জমে ওঠে ওসিসহ অন্যান্য পুলিশ সদস্যদের। ঈদ চলে আসায় তার জন্য জামা-জুতা, খেলনা কিনে দেন ওসি ওবায়দুল হক। থানায় অবস্থানকালীন সময়ে তার পছন্দমত খাবারও কিনে খাওয়াতেন পুলিশ সদস্যরা। 

শিশু জুনায়েদ তার ঠিকানা বলতে না পারায় ওসি ওবায়দুল হক শিশু জুনায়েদের সঙ্গে একটি ছবি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেন। পরে সেই ছবি ভাইরাল হলে একপর্যায় জুনায়েদের স্বজনেরা পাবনা সদর থানায় যোগাযোগ করে।

রবিবার দুপুরে জুনায়েদের পিতা সুমনসহ তার স্বজনেরা থানায় আসেন। 

থানায় আইনি প্রক্রিয়া শেষে তুলে দেওয়া হয় জুনায়েদেকে তার পিতা সুমন মিয়ার কাছে। 

এসময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান, ওসি (অপারেশন) হাফিজুর রহমানসহ সদর থানার অন্যান্য অফিসার বৃন্দ। 

জানা যায়, শিশু জুনায়েদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের চন্ডিপুর গ্রামে। সে তিন মাস আগে বাড়ি থেকে বেড় হয়। পরে পথভুলে সে পাবনায় চলে আসলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় আশ্রয় দিয়ে তার স্বজনদের খোজ করতে থাকে।

Post a Comment

0 Comments