বেড়া প্রতিনিধিঃ
বেড়া উপজেলায় ট্রাক চাপায় নাজিম উদ্দিন (১৮) নামে অটোভ্যান চালক এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৪ মে ২০১৯) সকাল সাড়ে দশটার দিকে বেড়া সিএন্ডবি গোলচত্ত্বরে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি বেড়া উপজেলার চাকলা গ্রামে হলেও বর্তমানে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডরিয়া গ্রামে বসবাসরত আব্দুর রহিম প্রামানিকের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাজিম উদ্দিন বেড়া সিএন্ডবি চতুর বাজারে গোলচত্ত্বর থেকে যাত্রী নিয়ে চাকলা আসার অপেক্ষায় দাড়িয়েছিল।
ঐ সময় পঞ্চগড় থেকে পাবনাগামী পাথর বোঝাই একটি ট্রাক (সিরাজগঞ্জ ট-১১-০২২৮) সাঁথিয়া যাওয়ার উদ্দেশ্যে বেড়া সিএন্ডবি গোলচত্ত্বরে ট্রাকটি পিছনদিকে ঘুড়াতে গেলে পিছনে থাকা ভ্যানচালক ছিটকে পড়ে ট্রাকের পিছন চাকার নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মাধপুর হাইওয়ে পুলিশ ফাড়ির (এসআই) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক কিংবা সহকারী কাউকে আটক করা যায়নি।
0 Comments