বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনায় বুলবুল কলেজ ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্চিত, কমিটি স্থগিত করে তদন্তের নির্দেশ


পাবনা প্রতিনিধিঃ
পরিক্ষায় নকল করতে না দেয়ায় পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের বিসিএস ক্যাডার এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।

এ ঘটনায় তাৎক্ষনিক ব্যবস্থা হিসেবে পাবনা জেলা ছাত্রলীগের অন্তর্গত সরকারী শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করে তদন্ত কমিটি গঠন করেছে পাবনা জেলা ছাত্রলীগ। 

বুধবার (১৫মে) জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পরে একই দিন আরোও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত করতে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা ছাত্রলীগ।

উল্লেখ্য, চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকল করতে বাধা দেয়ায় সরকারি শহীদ বুলবুল কলেজের বিসিএস ক্যাডার এক শিক্ষককে কলেজ ক্যাম্পাসের ভিতরে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়ছে মর্মে অভিযোগ ওঠে কলেজ শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।

শিক্ষককে লাঞ্চিত করার ঘটনার একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়।

কলেজের গেটে থাকা সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, কলেজ গেট থেকে মোটরসাইকেলে করে বের হওয়ার সময় কয়েকজন যুবক এসে অতর্কিত হামলা চালায় শিক্ষক মাসুদুর রাহমানের উপর।

তাকে এলোপাথাড়ি কিল ঘুষি ও থাপ্পড় মারা হয়। ফেলে দেয়া হয় মাথার পাগড়িও। একপর্যায়ে তিনি বেরিয়ে যেতে চাইলে পেছন থেকে এসে তাকে লাথি মারে এক যুবক।

ওই শিক্ষকের নাম মাসুদুর রহমান। তিনি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। ৩৬তম বিসিএস’র শিক্ষা ক্যাডারে উক্তীর্ণ হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন মাসুদুর রহমান।

শিক্ষকের উপর হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর একজন শিক্ষকের এ ধরনের ঘটনায় নিন্দা জানিয়েছেন অনেকেই। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ওই কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষক মাসুদুর রহমান লাঞ্ছিত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিসিএস ক্যাডার (শিক্ষা) দেলোয়ার হোসেন ফেসবুকে লিখেছেন, #Justice_For_Masud’ এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে না দেয়ায় পাবনার শহীদ বুলবুল কলেজের প্রভাষক, ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা মাসুদুর রহমানের উপর ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী ন্যাক্কারজনক হামলা চালায়। বর্বরোচিত এই সন্ত্রাসী হামলা শুধু মাসুদুর রহমানকে আঘাত করেনি, আঘাত করেছে আমাকে, আপনাকে, পুরো শিক্ষক সমাজকে, পুরো জাতিকে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


Post a Comment

1 Comments

  1. এরা কি মানুষ রুপে জানোয়া,, ,,ছি

    ReplyDelete