নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় "পাবনা এক্সপ্রেস" ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা মহিলার (৮০) মৃত্যু হয়েছে।
বুধবার (৮মে) সকালে পাবনা মাঝগ্রাম রেল লাইনের টেবুনিয়া স্টেশনের অদূরে বাড়ইপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধা মহিলা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বারইপাড়া গ্রামের নবীর উদ্দিনের মা। নিহত বৃদ্ধা মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ঈশ্বরদী হতে পাবনা এক্সপ্রেস ট্রেনটি পাবনা ষ্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় ট্রেনটি স্টেশনের অদূরে বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে বৃদ্ধা মহিলা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যান। এসময় এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কথা বলতে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
0 Comments